Header Ads

ভোট দিতে অসমে আসবেন প্রাক্তন প্রধান মন্ত্রী মনমোহন সিং


দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ ভোট দিতে অসমে আসবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২৩ এপ্রিল তৃতীয় দফার নির্বাচনের দিন স্বস্ত্ৰীক গুয়াহাটি এসে পৌঁছবেন তিনি। মহানগরের দিসপুরের সরকারী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোটদান করবেন মনমোহন সিং ও তাঁর স্ত্রী গুরশরন কৌর। একথা জানিয়েছেন অসমের কংগ্রেস দলের বিধায়ক তথা বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। এই উপলক্ষে দিসপুরের সরকারী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে বর্তমানে নতুন রূপ দেবার চেষ্টা করা হচ্ছে। এর সাথে সুরক্ষা ব্যবস্থার দিকেও নজর রেখেছে প্রাশাসন। ওদিকে, মনমোহন সিংয়ের আগমনে ব্যস্ততা বেড়েছে দিসপুরের সরুমটরিয়ার ৩৯৮৯ নং ভাড়া ঘরেও। এই ভাড়া ঘরটি তাঁর স্থায়ী ঠিকানা হিসেবে নথিভুক্ত রয়েছে। সেখানকার বাসিন্দা হিসেবে দিসপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম উঠেছে সস্ত্রীক মনমোহন সিংয়ের। দলের কাজে দিল্লিতে ব্যস্ত থাকলেও অধিকাংশ নির্বাচনে তিনি দিসপুর এসে ভোট দেন। ভাড়াঘরে যাবার রাস্তার নতুন করে সংস্কার করা হয়েছে। ঘরের চারদিকের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভোটদানের পর মনমোহন সিং সরুমটরিয়ার এই ভাড়াঘরেই গিয়ে ওঠার কথা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.