আসাম বাসীদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহবান দেবব্রত শইকীয়ার
নয়া ঠাহর, গুয়াহাটি : নিরপেক্ষভাবে বিজেপি সরকারের বিভিন্ন নেতিবাচক কাজের বিষয়ে আসামবাসীকে সুযোগ করে দেওয়ার জন্য আসুর নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই ।যখন একটি অকর্মণ্য এবং মিথ্যাচারী সরকার রাজ্য তথা দেশের স্বার্থ বিপন্ন করে তখন কোনও অরাজনৈতিক সংঘটন সত্য কথা প্রকাশ না করে নীরব হয়ে থাকতে পারে না। এ মন্তব্য কংগ্রেস বিধায়নী দলের বিধায়ক ও দলপতি দেবব্রত শইকীয়ার। এক প্রেস বিজ্ঞপ্তিতে দ্বারা তিনি বলেন যে অসুর নেতারা বিজেপি সরকারের দুমুখী চরিত্র ও বিভিন্ন ক্ষেত্রে দেখানো ব্যর্থতা সবার সামনে সঠিক তথ্য তুলে ধরেছে।
এদের মধ্যে রয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল, বিদেশি বিতরণ, আসাম বাংলাদেশ সীমান্ত সিল করা, জাতীয় নাগরিকপঞ্জি, বৃহৎ নদী বাঁধ, বেকার সমস্যা, শিক্ষা ক্ষেত্রে বিকাশ, আসামের বন্য ও ভূমিস্খলনের সমস্যা এবং আসামের দুইটি কাগজ কলকে পুনরুজ্জীবিত করা।
তিনি বলেন, তিনি আসুর নেতৃবৃন্দের মতামতের সাথে একমত এবং তিনি রাজ্যবাসীকে আহ্বান করেন যাতে তারা ভোট দেওয়ার সময় সবাই স্পষ্ট কঠোর নির্ণয়ক ও সঠিক সিদ্ধান্ত নেয়।








কোন মন্তব্য নেই