প্ৰয়াত ভারতের কমিউনিষ্ট পাৰ্টির নেতা তথা প্ৰাক্তন বিধায়ক ধ্ৰুপদ বরগোহাঁই
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ প্ৰয়াত ভারতের কমিউনিষ্ট পাৰ্টির নেতা তথা প্ৰাক্তন বিধায়ক ধ্ৰুপদ বরগোহাঁই। বুধবার সকালে ডিব্ৰুগড়ের আদিত্য নাৰ্চিংহোমত তাঁর মৃত্যু হয়। দীৰ্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন তিনি। ভারতের কমিউনিষ্ট পাৰ্টির ডিব্ৰুগড় জেলা সমিতির পক্ষে রাতুল গগৈ এবং ভারতীয় গণনাট্য সংঘের অসম রাজ্য সমিতির কাৰ্যকরী সভাপতি শরত চন্দ্ৰ নেওগ গভীর শোক প্ৰকাশ করেছেন। পরিবারের সদস্যদের প্ৰতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। রাজনীতি এবং সমাজ সেবায় তাঁর যথেষ্ট অবদান রয়েছে। তিনি সদা চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আত্মার সদগতি কামনা করে পরিবারের সদস্যদের প্ৰতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজ্যের অৰ্থমন্ত্ৰী ড০ হিমন্ত বিশ্ব শৰ্মা।








কোন মন্তব্য নেই