"পিএম মোদি " মুক্তিতে নির্বাচন আয়োগের নিষেধাজ্ঞা
নয়া ঠাহর, গুয়াহাটি : লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের উপর ভিত্তি করে নির্মাণ করা ছবি 'প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি' প্রদর্শন নিষিদ্ধ করলো নির্বাচন আয়োগ । দেশের লোকসভা নির্বাচনে প্রতি লক্ষ্য রেখেই এই ছবিটি প্রদর্শন নিষিদ্ধ করে নির্বাচন আয়োগ। উল্লেখ্য, বৃহস্পতিবার ছবিটি মুক্তির সমস্ত কাজকর্ম সম্পূর্ণ করেছিল নির্মাতারা। কিন্তু নির্বাচন আচরণবিধির কথা চিন্তা করেই নির্বাচন আয়োগ এই ছবির প্রদর্শনের নিষেধাজ্ঞা জারি করেছে। এই ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয় এবং এর পরিচালনা করেছেন উমাং কুমার।









কোন মন্তব্য নেই