Header Ads

কলম্বোর বোমা বিস্ফোরণের সঙ্গে অসমের যোগসূত্ৰ খোঁজার চেষ্টা করছে পুলিশ


গুয়াহাটিঃ শ্ৰীলংকার রাজধানী কলম্বোতে গীৰ্জা এবং হোটেলে ধারাবাহিক বোমা বিস্ফোরণে তিন শতাধিক মানুষ নিহত হয়। এই ঘটনায় আইএসআই দায়িত্ব স্বীকার করার পর ভারতেও তার তীব্ৰ প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়। কলম্বোর ঘটনায় জড়িত জেহাদীদের সঙ্গে দক্ষিণ ভারতের বিভিন্ন সংগঠনের যোগসূত্ৰ নিয়ে পুলিশ লাগাতার তদন্ত চালাচ্ছে। এমনকি অসম সহ উত্তর পূৰ্বাঞ্চলেও জেহাদীদের সঙ্গে কলম্বোর বোমা বিস্ফোরণে যোগসূত্ৰ খোঁজারও চেষ্টা করছে বলে পুলিশ সূত্ৰে জানা গেছে। এর আগেও আসামে আইএসআই-র সঙ্গে যোগ থাকা জেহাদিদের সন্ধান পাওয়া গিয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.