রাতাবাড়িতে মেডিক্যাল কলেজ নিয়ে নির্বাক কৃপানাথ, নোটার আহ্বান
নয়া ঠাহর প্রতিবেদন, শনবিলঃ রাতাবাড়িতে মেডিক্যাল কলেজ স্থাপন নিয়ে শনবিল পূর্বাঞ্চাল মেডিক্যাল কলেজ ডিমান্ড কমিটি দরগাবন্দের মাধুরী বালিকা বিদ্যানিকেতনে একটি সভার আয়োজন করে গত রবিবার। সুমন্ত দাসের সভাপতিত্বে হয় এ সভা। সভায় রাতাবাড়ির বিধায়ক কৃপানাথ মালার মেডিক্যাল কলেজর স্থাপন নিয়ে নির্বিকার আচরণের ধিক্কার জানান হয়। উল্লেখ্য, হিন্দিভাষী কৃপানাথ মালা বরাকের করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপির প্রার্থী। সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে প্রতিবাদ রূপে ভোটারদের 'নোটা' -তে ভোট দেওয়ার জন্য জোরদার প্রচার চলবে করিমগঞ্জ সংরক্ষিত আসনে। এ আসনের আওতায় আসে করিমগঞ্জ, হাইলাকান্দি, পাথারকান্দি ও রাতাবাড়ি। এরূপ নোটা অভিযান পার্শবর্তী মর্যাদাপূরণ শিলচর কেন্দ্রেও প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।









কোন মন্তব্য নেই