প্যানের সঙ্গে আধার যোগের সময়সীমা বেড়ে ৩০ সেপ্টেম্বর
নয়াদিল্লিঃ প্যান এবং আধার যোগের সময়সীমা আরও ৬ মাস অৰ্থাৎ ৩০ সেপ্টেম্বর পৰ্যন্ত বাড়িয়ে দিল কেন্দ্ৰীয় সরকার। এনিয়ে এখন পৰ্যন্ত ৬ বার সময়সীমা বাড়ানো হল। এর আগে আধার কাৰ্ডের সঙ্গে প্যানের সংযুক্তিকরণের সময়সীমা ছিল ৩১ মাৰ্চ পৰ্যন্ত।








কোন মন্তব্য নেই