Header Ads

তেজপুর কেন্দ্ৰের বরচলা, কুসুমতলা, বিশ্বনাথ ও বিহপুরীতে নির্বাচনী প্রচার সারলেন মুখ্যমন্ত্রী


নয়া ঠাহর প্ৰতিবেদন, তেজপুরঃ আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে রাজ্যের চারদিকে এখন জোরদার প্রচার চলছে। হাই প্রোফাইল নেতারা এখন নির্বাচনী প্রচারে ব্যস্ত। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মঙ্গলবার শোনিতপুর লোকসভা কেন্দ্ৰের বিজেপির প্রার্থী পল্লব লোচন দাসের হয়ে বরচালা, কুসুমতলা, বিশ্বনাথ,এবং বিহপুরীতে অনুষ্ঠিত এক বিশাল জনসভাতে অংশগ্রহণ করেন। এই সভাতে মুখ্যমন্ত্রী বলেন- স্বাধীনতার পর থেকে কংগ্রেস শাসনাধীন ইউপিএ সরকার দেশের আর্থ সামাজিক উন্নতির জন্য কিছু করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শাসনাধীন এনডিএ সরকার মাত্র পাঁচ বছরের শাসনকালে দেশ উন্নয়নের দিকে এগোচ্ছে। অনদিকে, কংগ্রেস এআইইউডিএফ-এর সঙ্গে মিত্রতা করে জাতির স্বার্থ বিপন্ন করতে লেগে পড়েছে। কংগ্রেস আর এআইইউডিএফ-এর মিত্রতা এখন আর গোপন নেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।  তিনি আরও বলেন- কংগ্রেসে এখন আর নীতিও নেই, নেতাও নেই। এর সাথে মুখ্যমন্ত্রী বলেন- কংগ্রেস দল এখন দুর্নীতি এবং ভ্রষ্ঠাচারে নিমজ্জিত হয়ে আছে। এত দিন তারা শুধু জনগণকে শোষণ করেছে। এই দলটির কোনও সততা নেই, দক্ষতাও নেই। তিনি বলেন- সব রাজ্যে এখন বিজেপির প্রতি লোকের বিশ্বাস বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ শাসন করেছেন। তাই বিজেপির প্রতি মানুষের আস্থা বেড়েছে। একথা উল্লেখ করে তিনি বলেন- অসমেও বিজেপির প্রতি লোকের উৎসাহ বেড়েছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে অসম উন্নয়নের দিকে এগিয়েছে। আজ অসম ভারতের একটি অন্যতম একটি উন্নত রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে। এই সরকারের রাজত্ব কালে রাজ্যের চা জনগোষ্ঠীর সাথে ছোট ছোট সমস্ত জাতি জনজাতির জনসাধারণের মান মর্যাদা সুরক্ষিত আছে বলে তিনি মন্তব্য করেন। এই উন্নয়নের যাত্রা আরও অধিক এগিয়ে নিয়ে যাবার জন্য অসমের ছোট বড় সমস্ত জাতি জনগোষ্ঠী ইতিমধ্যে সংকল্প নিয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি বিজেপির মিত্রজোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার কথাও উল্লেখ করেন। এদিনের নির্বাচনী সভায় তেজপুর কেন্দ্ৰের  প্রার্থী পল্লব লোচন দাস ছাড়াও হস্ততাত এবং বস্ত্র শিল্প মন্ত্রী রঞ্জিত দত্ত, বিধায়ক পদ্ম হাজারিকা, তেজপুর কেন্দ্ৰের বিধায়ক বৃন্দাবন গোস্বামী, বিজেপির রাষ্ট্রীয় সম্পাদক তথা অসম প্রভারী মহেন্দ্র সিংহ ও মিত্র জোট দলের বহু শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.