Header Ads

বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক সিরাজুল আলম লস্কর


 নয়া ঠাহর প্রতিবেদন, শিলচরঃ ঘটা করে বিজেপিতে যোগদান করলেন  কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক  সিরাজুল  আলম লস্কর ও সোনাই ব্লক কংগ্রেসর সাধারণ সম্পাদক তপন কুমার দে। শুক্রবার রাজ্য বিজেপি সভাপতি  রঞ্জিৎ দাস, সহ-সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য্য, কাছাড় জেলা সভাপতি কৌশিক  রাই, সোনাইর বিধায়ক আমিনুল  ইসলাম লস্কর, বাঙালি নেতা সুবোধ বিশ্বাস প্রমুখের উপস্হিতিতে ইটখলার বিজেপি কার্যালয়ে যোগদান পর্ব সম্পন্ন হয়।  লস্কর বলেন কংগ্রেসে বতর্মানে ভালো নেতাদের অভাব ও জনসেবা করার পরিবেশও আর নেই। বিজেপি দেশের উন্নয়ন ও জনসেবার প্রতি আন্তরিক ও দায়বদ্ধ। তা দেখেই বিজেপিতে যোগ দিলাম, লস্কর বলেন। রাজ্য বিজেপি সভাপতি দাস জানান করিমগঞ্জে একটি  মেডিক্যাল কলেজ হবে। যদিও, স্থান এখন নির্ধারণ হয়নি। বিজেপি সরকার প্রত্যেকটি জেলায় একটি করে  মেডিক্যাল  কলেজ তৈরি করার সিদ্ধান্ত  নিয়েছে। কাছাড় কাগজ কল নষ্টের  জন্য দায়ী  কংগ্রেসই, বলেন দাস।  তিনি জানান  কাগজ  কলকে পুনর্জীবিত করার চেষ্ট  চলছে। তিন মাসের বেতন কর্মচারিদের দেওয়াও হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.