বরাকে হিমন্তের হেলিকপ্টারে ঝড়ো প্রচার
নয়া ঠাহর প্রতিবেদন, পাঁচগ্রামঃ রাজ্য বিজেপির দাপুটে নেতা হিমন্তবিশ্ব
শর্মা করিমগঞ্জ লোকসভা আসনের অন্তর্গত রামকৃষ্ণ নগরের শহরাঞ্চল এলাকা
কাঁপিয়ে দিলেন শুক্রবার ঝড়ো নির্বাচনী প্রচার চালিয়ে। বিদ্যাপীঠ স্কুলের
মাঠে আয়োজিত সভায় বেলা ১ টা বেজে ৩০ মিনিটে হেলিকপ্টারে উপস্থিত হন অসমের
স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রী শর্মা। করিমগঞ্জ লোকসভার নির্বাচনী প্রচারের
পালে ঝড় তুলতে বরাকের মাটিতে পা রাখেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে
আসন্ন লোকসভা নির্বাচনে বরাকের দুটি আসনকেই এবার পাখির চোখ করেছে
গেরুয়া শিবির। মাঠের পর মাঠ চষে ইভিএম ভরার আপ্রাণ চেষ্টা শাসক দলের।
হিমন্ত বিশ্ব শনিবার শিলচরের দলীয় প্রার্থী রাজদীপ রায়ের হয়েও জোরদার
প্রচার চালাবেন বলে জানা গেছে।










কোন মন্তব্য নেই