Header Ads

লামডিঙের হোজাইয়ে চোরাই চালের সিন্ডিকেট, আটক ২ আরপিএফ জওয়ান

স্বপন দাস, লামডিং - রাজ্যে কয়লার সিণ্ডিকেটের কথা সকলেরই জানা। কিন্তুু সরকারী চালের চোরাই ব্যবসা হোজাই জেলার লামডিঙে একাংশ দুষ্ট চক্রের চালের সিণ্ডিকেট চালানোর অভিযোগ উঠেছে। রেলর একাংশ আধিকারিক, রেল নিরাপত্তা বাহিনী এবং পি এফের পৃষ্ঠপোষকতায় বছর বছর ধরে উত্তর পূর্ব সীমান্ত রেলের  গুরুত্বপূর্ণ জংসন লামডিঙের পাথর খোলাতে অব্যাহত আছে সরকারী চালের বৃহৎ চোরাই ব্যবসা ৷ লামডিং এ সক্ৰিয় হয়ে আছে অসাধু  ব্যবসায়ীরা। প্ৰতিদিনিই FCI চাল অসাধু ব্যবসায়ীরা বাজারে বিক্ৰী করে আসছে ৷ পাথরখোলার রেল স্টেশনে মালবাহী রেল গাড়ী রেখে এক বৃহৎ চক্ৰ চালিয়ে আসছে এই ব্যবসা ৷ শুক্রবার লামডিঙে আর পি এফের CDPS শাখার এক অভিযানে  জব্দ করে ৯৮টা FCI এর চোরাই চালের বস্তা ৷ প্ৰাপ্ত তথ্য অনুসারে পাথরখোলা রেল স্টেশনে মালগাড়ী থেকে চালের বস্তাগুসো উদ্ধার করে।  চাল সরবরাহ করা AS 01 KC 5836 এবং AS 09 C 6737 নম্বরের দুটি বলেরো পিক আপ সহ আটক করে দুজন লোককে ৷ গোপন সূত্ৰে খবর মতে এই চুরি কাণ্ডে আর পি এফএর দুই জওয়ানকে আটক করেছে। চাকরি থেকে অব্যাহতি করা হয়। সঙ্গ্  শৰ্মা উপাধির একজন কনস্টেবলের বাইক ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৷ সমগ্ৰ ঘটনায় বৰ্তমান আর পি এফের আধিকারিকরা জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.