Header Ads

বরাকের পাঁচগ্রাম, জাগিরোড পেপার মিল বন্ধ, ভোট বয়কট করবে ‘পেপার মিল রিভাইভাল অ্যাকশন কমিটি’

নয়া ঠাহর প্ৰতিবেদন, জাগিরোডঃ  দীর্ঘ ২৭ মাস বেতন নেই। ৫১ জন শ্রমিক নির্যাতনের বলি হয়েছে। বরাকের পাঁচগ্রাম এবং জাগিরোড পেপার মিল বন্ধ প্রায় ৩ বছর। হিন্দুস্থান করপোরেশনের অধীন মিল দুটি খোলার ব্যাপারে বিজেপি মিথ্যা আশ্বাস দিচ্ছে। তাই এবার শ্রমিকরা নির্বাচনে ভোট বয়কট করবে ‘পেপার মিল রিভাইভাল অ্যাকশন কমিটি’। কমিটির নেতা মানবেন্দ্র চক্রবর্তী, আনন্দ বরদলাই আজিজুর রহমান মজুমদার, দীপক চন্দ্র নাথ, আব্দুল হান্নানরা সাংবাদিকদের জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.