Header Ads

মাইবাং থেকে ভোটের প্রচার অভিযান শুরু করলেন কংগ্রেস প্রার্থী বীরেন সিং ইংতি


 বিপ্লব দেব, হাফলংঃ ভোট এলেই দেখা মিলে সাংসদ বীরেন সি ইংতির, সর্বত্রই এই অভিযোগ। গত পাঁচ বছর সাংসদ থেকে মাত্র দুবার বা তিনবারই পাহাড়ে এসেছিলেন বীরেন সিং ইংতি এই অভিযোগ পাহাড়বাসীর। অনেকে আবার গত পাঁচ বছরে বীরেন সিং ইংতিকে পাহাড়ি জেলাতে দেখতেই পাননি বলে অভিযোগ তুলছেন। তবে ভোট আসার সঙ্গে সঙ্গেই ভোট চাইতে জনতার দরবারে উপস্থিত কংগ্রেস প্রার্থী বীরেন সিং ইংতি। এনিয়ে পাহাড়ের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে কংগ্রেস এসব অভিযোগ উড়িয়ে দিতে বলছেন কেন্দ্রে গত পাঁচ বছর বিজেপি সরকার ক্ষমতায় থাকার দরুন বীরেন সিং ইংতি পাহাড়ের উন্নয়নে তেমন কিছু করতে পারেন নি। আগামী ১৮ এপ্ৰিল দ্বিতীয় পর্যায়ে শিলচর, করিমগঞ্জ, নগাওঁ, মঙ্গলদৈ লোকসভা আসনের সঙ্গে কার্বি-আংলং পশ্চিম কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে একমাত্র ডিফু জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বিজেপি ডিমা হাসাও জেলায় নির্বাচনী প্রচার অভিযান জোরদার ভাবে শুরু করলে ও কংগ্রেস বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছে। কংগ্রেস প্রার্থী বীরেন সিং ইংতি মহকুমা সদর মাইবাং থেকে এদিন তাঁর প্রচার অভিযান শুরু করেন। কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধুনো করে দুটি পাহাড়ি জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে জনতার কাছে ভোট চাইলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা বীরেন সিং ইংতি। মাইবাঙে এদিন নির্বাচনী সভায় উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সদস্য ডেনিয়েল লাংথাসা বিজেপি প্রার্থী হরেন সিং বে-কে গুণ্ডা অ্যাখ্যা দিয়ে এক নতুন বিতর্ক উসকে দিলেন। তিনি নির্বাচনী জনসভায় বলেন ইউপিডিএসের প্রাক্তন জঙ্গি হরেন সিং বে-কে ডিফু লোকসভা আসনে প্রার্থী করেছে। হরেন সিং বে ভেঙ্গে দেওয়া ইউপিডিএস জঙ্গি সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন। এবং সে সময় বহু নিরীহ মানুষের খুনে জড়িত ইউপিডিএস। ডেনিয়েল বলেন ডিমাসা কার্বি জনগোষ্ঠীর মধ্যে জাতি দাঙ্গায় জড়িত ছিল ইউপিডিএস। এবং এই জাতি দাঙ্গায় বহু নিরীহ কার্বি ও ডিমাসা মানুষকে খুন করা হয়েছে। আর আজ ওই জঙ্গি সংগঠনের প্রাক্তন নেতাকেই কিনা বিজেপি প্রার্থী করল তাই এমন অপরাধীকে ভোটদান থেকে বিরত থাকার জন্য জনগনের উদ্দ্যেশ্যে আহ্বান জানান ডেনিয়েল লাংথাসা। তিনি বলেন নোটবন্দি ও জিএসটির জন্য সাধারণ মানুষ নাজেহাল হয়ে উঠেছে। তাই এবার কেন্দ্রে কংগ্রেসের সরকার হচ্ছেই এই দাবি করে ডেনিয়েল লাংথাসা বলেন- দিল্লিতে কংগ্রেস ক্ষমতায় এলে পার্বত্য পরিষদেও এর প্রভাব পড়বে। তিনি বলেন গত পাঁচবছর বীরেন সিং ইংতি কেন্দ্রে বিজেপি সরকার থাকার দরুন পাহাড়ের উন্নয়নে কিছু করতে না পারলে তিনি কারও ক্ষতি করেননি। কাউকে খুন ও করেন নি। তাই এবারের লোকসভা নির্বাচনে বর্ষীয়ান এই কংগ্রেস নেতাকে জয়ী করতে জনগনের প্রতি আহ্বান জানান। এদিন মাইবাঙে ওই নির্বাচনী জনসভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি নির্মল লাংথাসা বলেন বুধবার অরুনাচলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় টাকা বিলানোর জন্য নিয়ে আসার সময় অরুনাচলের মুখ্যমন্ত্রীর কাছ থেকে দুই কোটি টাকা উদ্ধার হয়। বিজেপি টাকার জোরে ভোটে জয়ী হতে চায় কিন্তু কংগ্রেস গরীব দল কংগ্রেসের কাছে টাকা নেই তবুও এবার কেন্দ্রে কংগ্রেস সরকার গঠন করবে বলে দাবি করেন নির্মল লাংথাসা। এদিন মাইবাঙে নির্বাচনী জনসভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা কালীজয় সেঙ্গইয়ং হামজানন লাংথাসা প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.