নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ ভুয়ো খবর জানিয়ে দেবে হোয়াটস অ্যাপ। ভোটের সময় ভুয়ো খবর যাচাই করতে হোয়াটস অ্যাপ নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। কোনও খবরে সন্দেহ হলে ৯১.৯৬৪৩ ০০০৮৮৮ নম্বরে জানিয়ে দিতে হবে কর্তৃপক্ষকে। পাঠানো যাবে ভিডিও লিংক এবং ছবিও। হিন্দির পাশাপাশি বাংলা ভাষাতেও জানানো যাবে অভিযোগ।
কোন মন্তব্য নেই