৯টি রাজ্যের ৭২টিকেন্দ্রে চতুর্থ পর্যায়ের ভোটগ্রহণ আজ
নয়া ঠাহর: লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণ হবে আজ অর্থাৎ সোমবার। মোট ৯টি রাজ্যে ৭২টি সংসদীয় সমষ্টিতে অনুষ্ঠিত হবে এই চতুর্থ পর্যায়ে ভোট গ্রহণ। এই ভোট গ্রহণ প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে হয় সম্পন্ন হয় তার জন্য স্পর্শ কাতর এলাকাতে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করেছে প্রশাসন। উল্লেখ্য, ১১ এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিল লোকসভা ২০১৯ সালের নির্বাচনের প্রথম পর্যায়ে ভোট গ্রহণ ।এরপরে দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ হয় ১৮ এপ্রিল। ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয়ে যায় তৃতীয় পর্যায়ে ভোট গ্রহণ ।এরপরে ২৯ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ পর্যায়ের ভোটগ্রহণ।
বিহারের ১৫ টি জম্বু কাশ্মীরের ১টা ঝাড়খণ্ডের টা মধ্যপ্রদেশর ১৭টা মহারাষ্ট্র ১৭টা উড়িশার ৬টা রাজস্থানের টা উত্তরপ্রদেশের পশ্চিমবঙ্গের ৮টা লোকসভা সমষ্টি জন্য অনুষ্ঠিত হবে এই ভোটগ্রহণ। ইতিমধ্যে রবিবারে নির্বাচনী অধিকারীরা ইভিএম ,ভিভিপ্যাড।মেশিন নিয়ে নিজের গন্তব্যস্থলে রওনা হয়েছেন ।অন্যদিকে দুধ এলাকাজিপিতে তথা স্পর্শ কাতর এলাকাতে শনিবারে রওনা হয়েছে নির্বাচণী অধিকারী এবং ভোটগ্রহণে নিযুক্ত কর্মচার।










কোন মন্তব্য নেই