Header Ads

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিজয় কামনায় শক্তিপীঠ কামাখ্যায় কলকাতার ১২ যুবকের বিশেষ পূজা

দেবযানী পাটিকর, গুয়াহাটি: সমগ্র দেশের ৯ টি রাজ্যের চতুর্থ পর্যায়ের ভোটগ্রহণ  শুরু হবে সোমবার। এর আগে সম্পূর্ণ দেশে এখন নির্বাচনকে নিয়ে রাজনৈতিক মহল গরম। কোন প্রার্থী হারবে এবং কোন প্রার্থী জিতবে এই নিয়ে লোকেদের মধ্যে জল্পনা-কল্পনার অন্ত নেই।এই সময় লোকেরা নিজেদের মনের ইচ্ছা পূরণ করার জন্য বিভিন্ন মঠ মন্দিরে পূজার্চনা করছেন ।একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরকে নিজের ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করার জন্য শক্তিপীঠ কামাখ্যা ধামে পূজা অর্চনা, করা হচ্ছে  অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পুনরায় প্রধানমন্ত্রী হবার জন্য তথা তার বিজয় কামনার জন্য শক্তিপীঠ চলছে বিশেষ পূজা অর্চনা ।রবিবার কলকাতা থেকে ১২ জনের যুবকের একটি দল এসে শক্তিপীঠ কামাখ্যা ধামে উপস্থিত হয়। মা কামাখ্যার আশীর্বাদ নেওয়ার সাথে সাথে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজয় কামনা ও পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য করল বিশেষ পূজা অর্চনা করে।"হর হর  মোদি"  ধ্বনিতে মুখরিত হল শক্তিপীঠ।
উল্লেখ্য, এই ১২ জন যুবক জানান যে মা কামাখ্যার আশীর্বাদেই নরেন্দ্র মোদি পুনরায় প্রধানমন্ত্রী হবেন তথা তিনি বিজয়ী  হবেন।কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার কার্যকালে দেশ তথা দেশবাসীর  জন্য কাজ করেছেন ।তিনি দেশের একতা ,শান্তি সম্প্রীতি রক্ষার জন্য কাজ করেছেন ।
স্বাধীনতার পরে প্রায় ৭০ বছর ধরে কংগ্রেস সরকার দেশের জন্য কিছুই করতে পারেনি ।এর বিপরীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের অখন্ডতা রক্ষার বজায় রাখার চেষ্টা করেছেন।উল্লেখ্য যে কিছুদিন পূর্বে মোদীজিকে ক্ষমতাচ্যুত করার জন্য বিএসপি নেতা কিশোর সামৃত শক্তিপীঠ কামাখ্যা ধামে  পূজা-অর্চনা যাগ-যজ্ঞ করেছিল।এখন মা কামাখ্যার কার আশা পূরণ করবেন এটাই দেখার বিষয়। আর সেটা দেখতে হলে আগামী ২৩ মে ফলাফল ঘোষণা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.