Header Ads

দ্বিতীয় আন্তরাষ্ট্রীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে স্বর্ণণপদক মাঝবাটের চান্দনী খাতুনের

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি: দ্বিতীয় আন্তরাষ্ট্রীয় কারাটে চ্যাম্পিয়নশীপ ২০১৯শে  স্বর্ণপদক অর্জন করল মাঝবাটের চান্দনী খাতুন। রবিবার উত্তর প্রদেশ সাহারানপুরে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় আন্তরাষ্ট্রীয় ক্যারেটে চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ৪৫ কেজি স্বর্ণ পদক লাভ করে অতি দরিদ্র পরিবারের মেয়ে চাঁদনী খাতুন।
এর আগেও চান্দনী রাষ্ট্রীয় পর্যায়ের অনেক খেলাতে স্বর্ণ পদক অর্জন করেছিল। চান্দিনীকে নিয়ে সবাই খুশী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.