কংগ্রেসের দূর্গে ফাটল ধরাতে পাহাড়ে বিজেপির জোরদার প্রচার
বিপ্লব দেব, হাফলং : কংগ্রেসের দূর্গ হিসেবে পরিচিত হাফলং বিধানসভা কেন্দ্রে কংগ্রেসকে বিধ্বস্থ করতে গেরুয়া শিবির এবার উঠে পড়ে লেগেছে। কার্বি-আংলং পশ্চিম কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা নিয়ে একমাত্র ডিফু লোকসভা জনজাতি সংরক্ষিত আসনে এবার বিজেপি প্রার্থী হরেন সিং বে-র হয়ে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা ও তার কার্যনির্বাহী সমিতি ডিমা হাসাও জেলায় ব্যাপক প্রচার অভিযান শুরু করেছে। ডিমা হাসাও জেলায় প্রতিটি গ্রাম ও বাড়িতে বাড়িতে গিয়ে বিজেপি-র পালে হওয়া তুলতে ব্যাপক প্রচারে নেমেছে গেরুয়া শিবির। দিনরাত এক করে বিজেপির নেতারা প্রচারে নেমেছেন। কারণ ডিফু লোকসভা আসনটি এমনিতে কংগ্রেসের দূর্গ হিসেবে পরিচিত। এই ডিফু লোকসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ৬ বার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। ছয়বার সাংসদ থাকাকালীন বীরেন সিং ইংতি যে পাহাড়ি জেলার উন্নয়নে কিছু করেননি তা জনতার দরবারে তুলে ধরছেন। কারণ এবার কংগ্রেসের দূর্গে ফাটল ধরাতে পাহাড়ে গেরুয়া শিবির ব্যাপক প্রচারে ব্যস্ত। পার্বত্য পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা এবারের নির্বাচনে কংগ্রেসকে ছুড়ে ফেলার আহ্বান জানান। সিইএম বলেন সাংসদ হয়ে বীরেন সিং সব সময় সংসদ ভবনে জেলা জ্বলন্ত সমস্যা গুলি তুলে না ধরে শুধু ঘুমিয়ে কাটিয়েছেন এত বছর তাই এবার নির্বাচনে এর যোগ্য জবাব দেবে জনতা বলে মন্তব্য করেন দেবোলাল গার্লোসা। এদিকে বিজেপি দল পাহাড়ে নির্বাচনী প্রচারে কোমর বেঁধে মাঠে নামার অন্যতম কারণ হচ্ছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে পরিষদের ২৮ টি আসনের মধ্যে বিজেপি জয় পেলে ও পরিষদের হাফলং ও গরমপানি আসনে কংগ্রেস জয়লাভ করতে সক্ষম হয় কারণ হাফলং ও গরমপানি আসনে ভোটারের সংখ্য সবচেয়ে বেশী তাই এই দুটি আসনে গেরুয়া শিবির নির্বাচনী প্রচারে বেশী জোর দিয়েছে। বিধায়ক বীরভদ্র হাগজার বিজেপি জেলা সভাপতি নিপোলাল হোজাই বিজেপির সব নেতারা হাফলং শহরের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন বিজেপির অনুকূলে ভোট টানতে। তবে ডিফু লোকসভা আসনে মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা এক প্রকার নিশ্চিত।








কোন মন্তব্য নেই