Header Ads

ভোটের লড়াইয়ে অসমে এনআরসিকেই হাতিয়ার করলেন তৃণমূল নেত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়

 
অমল গুপ্ত, গুয়াহাটিঃ অসমে এনআরসি রূপায়ণের নামে হিন্দু মুসলিম বাঙালিদের যে ভাবে হেনস্থা করা হচ্ছে, প্রকৃত ভারতীয় বৈধ নাগরিকদের নাম এনআরসি তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, মানুষ আত্মহত্যা করেছে, পরিবার ধ্বংস হচ্ছে। প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্ৰবার ধুবড়িতে অসমের জমিতে দাঁড়িয়ে বাঙলিদের দুর্দশার কথা তিনি এভাবেই তুলে ধরেছেন। তিনি কোনও ভিত্তিহীন কথা বলেননি। অসমের প্রকৃত ছবি কিন্তু একথাই বলে, ব্যাপকভাবে হিন্দু মুসলিম সংখ্যালঘু বাঙলিদের হয়রানি করা হচ্ছে। মমতা কোনও রাখঢাক না করে এদিন তীব্র ভাষায় কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন-  এনআরসি থেকে যখন ৪০ লাখ মানুষের নাম বাদ পড়ল তখন তার বুকে ধাক্কা লাগে। মাত্র দুদিনের মধ্যে এক প্রতিনিধি দল অসমে পাঠানো হয়। পরে কয়েকজন মন্ত্রী সাংসদকে পাঠানো হয়। তাঁদেরকে এয়ারপোর্টে অপমান করা হয় এবং সেখান থেকেই বিতারণ করা হয়। এমন কি তার নামেও এফআইআর দায়ের করা হয়, যাতে তিনি অসমে না আসেন। এই মন্তব্য করে চ্যালেঞ্জ ছুড়ে বলেন- এইতো অসমের জমিতে আছি, হিম্মত থাকে তো আমাকে গ্রেপ্তার করুক। তিনি বারবার এনআরসি প্রসঙ্গ তুলে বলেন এনআরসি প্রক্রিয়ার নামে অসমে বাঙালি হিন্দু বাঙলি মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে। অসমের সঙ্গে বাঙ্গালির দের সুসম্পর্কের কথা তুলে ধরে মমতা ভূপেন হাজরিকার গাওয়া ‘মানুষ মানুষের জন্য’ বিখ্যাত গানটির কথা তুলে ধরে বলেন-- কলকাতায় আমরা ভূপেন হাজারিকার স্মৃতিকে রক্ষা করবো। দুই রাজ্যের সুসম্পর্কের কথা তুলে বলেন অসমিয়া মানুষ কলকাতায় গিয়ে থাকতে পারেন। রাজস্থানের মানুষ কলকাতায় থাকেন। কেবল বিজেপি বিভাজনের রাজনীতি করে  বিভাজন সৃষ্টি করছে। এদিন তৃণমূল নেত্ৰী অসমের সারদা প্রসঙ্গ তুলে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম নিয়ে জনসভায় এক নথি দেখিয়ে দাবি করেন মন্ত্রী সারদা থেকে ৩ কোটি টাকা নিয়েছেন। সারদার মালিক তা লিখে রেখেছেন সেই নথিতে। সেই নথি মমতা অসমের বার কাউন্সিলের এক অ্যাডভোকেটকে অর্পন করে বলেন-- আপনারা দেখে নিতে পারেন। মমতা দিনহাটাতে যেভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছিলেন এদিনও একই ভাষায় আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক্সপায়রি প্রধানমন্ত্রী বলে উপহাস করে বলেন প্রধানমন্ত্রী আগে ছিলেন চাওয়ালা। চা বানাতেন, এখন চৌকিদার হয়েছেন। সকাল থেকে শুধু মিথ্যা কথা বলেন। বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেন তিনি। তৃণমূল দুর্বল নয়। আগামী দিনে অসম জয়ের ক্ষমতা রাখে। একথা তিনি ঠারোঠোরে অসমবাসীকে বুঝিয়ে দেন। এদিন ধুবড়ির বিশাল জনসভায় মুখ্যমন্ত্রী অসমের ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। সভায় মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল রাজ্য সভাপতি গোপীনাথ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, এদিন মমতার জনসভায় আসার পথে এক বাস দুর্ঘটনায় প্রায় ৫০ জন আহত হয়েছে ন। বাসটি তামারহাট থেকে ধুবড়ির দিকে আসছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.