গুয়াহাটির রেহাবাড়িতে পঞ্চম প্ৰাক রঙালি বিহু উৎসব
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ গুয়াহাটির রেহাবাড়িতে আৰ্টফেড-এর সহযোগিতায় ব্যাতিক্ৰম মাসডো-র উদ্যোগে ৬ এপ্ৰিল অৰ্থাৎ শনিবার পঞ্চম প্ৰাক রঙালি বিহু অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের মূল আকৰ্ষণ সংগীত শিল্পী সুবাসনা দত্তের গান। শুক্ৰবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন ব্যাতিক্ৰম মাসডো-র কৰ্ণধার ড০ সৌমেন ভারতীয়া।









কোন মন্তব্য নেই