সমীক্ষায় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি জোট
নয়া ঠাহর, গুয়াহাটি : আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে প্ররচার এখন তুঙ্গে উঠেছে। এর মধ্যে কে সরকার গঠন করবে এই নিয়ে নির্বাচনের পাশাপাশি বিভিন্ন সমীক্ষাও চলছে। এর মধ্যে টাইমস নাও, ভিএমআর এবং ইন্ডিয়া টিভি সিএনএক্স জনমত সমীক্ষা চালিয়েছে। এই সমীক্ষায় দেখা গেছে যে পূর্ন সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি জোট।
২২ মার্চ থেকে ৪ এপ্রিল এর মধ্যে প্রায় ১৪,৩০০ ভোটারের মতামত নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল টাইমস নাও ।এই সমীক্ষায় টাইমস নাও প্রাকশ করেছে যে ২৭৯টি আসন পাচ্ছে বিজেপি জোট। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পাচ্ছে ১৪৯টি আসন । অন্যান্য দল পাচ্ছে ১১৫টি আসন। আসামে এনডিয়ে পাচ্ছে ৮টি আসন, কংগ্রেস পাচ্ছে ৪ টি আসন।
ওদিকে ইন্ডিয়া টিভির সমীক্ষায় প্রকাশ যে বিজেপি জোট পেতে পারে ২৯৫টি আসন ।তবে এককভাবে বিজেপির আসন সংখ্যা কমার ইঙ্গিত দিয়েছে এই সমীক্ষায়। বিজেপি এককভাবে ২৪০ টি আসন পেতে পারে। কংগ্রেসের জোট পেতে পারে ১২৭ টি আসন ।একক ভাবে কংগ্রেস পেতে পারে ৮৪টি আসন।
আসামে বিজেপি ৬টি, ইউডিএফ ২টি কংগ্রেস চারটি ও অন্যান্য দুটি আসন পেতে পারে বলে ইন্ডিয়া টিভির সমীক্ষায় বলা হয়েছে ।পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ২৯টি টি ,বিজেপি ১২টি ও কংগ্রেস ১টি আসন পেতে পারে।বামেরা এবার কোনো আসন না পাওয়ার ইঙ্গিত দিয়েছে ইন্ডিয়া টিভির সমীক্ষা।
ওদিকে আসামে ভোট শুরু হবে ১১এপ্রিল ।রাজ্যে মোট ১৪ টি আসনের মধ্যে ৫টির ভোট হবে প্রথম দফায়। দ্বিতীয় দফায় আরো ৫টি আসন রয়েছে ।ভোট হবে ১৮ এপ্রিল আর শেষ দফায় ৪টি কেন্দ্রে ভোট হবে ২৩শে এপ্রিল ।ভোট গণনা হবে ২৩ মে ।বর্তমানে রাজ্যে বিজেপির ৭টি ও কংগ্রেসের ৩টি আসন দখলে রয়েছে ।বাকি ৪টি আসন আঞ্চলিক দলগুলোর দখলে রয়েছে।








কোন মন্তব্য নেই