রাহুল গান্ধীর জোরদার নির্বাচনী প্রচার বরাকে
নয়া ঠাহর প্রতিবেদন, পাঁচগ্রামঃ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মঙ্গলবার বরাকের পাঁচগ্ৰামে এক বিশাল নির্বাচনী জনসভায় যোগ দেন। কেন্দ্রে কংগ্রেস সরকার এলে বরাকের দুটি অসমাপ্ত প্রকল্পের কাজ শেষ হবে, রাহুল বলেন। এ দুটি প্রকল্প হল - ব্রডগেজ ও মহা সড়ক। বরাকের দুটি আসনে কংগ্রেস প্রাৰ্থী, যথাক্রমে শিলচরে সুস্মিতা দেব ও করিমগঞ্জে স্বরূপ দাস। রাহুল গান্ধীর এ সভা সাফল্যমন্ডিত করার উদ্যোক্তা হলেন অসম প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক ও উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।








কোন মন্তব্য নেই