বিজেপি বিধায়ক নিহত ছত্তিশগড়ে
নয়া ঠাহর প্ৰতিবেদন, দান্তেওয়ারাঃ ছত্তিশগড়ের দান্তেওয়ারায় আইইডি বিস্ফোরণে নিহত হলেন বিজেপি বিধায়ক ভিমা মান্ডভি। বিস্ফোরণে নিহত হন তার চালক সহ তিন ব্যক্তিগত দেহরক্ষী ও। এই আক্রমণের পেছনে রয়েছে নকসালিরা। ঘটনার পর নিরাপত্তা কৰ্মীদের অস্ত্ৰ লুঠ করে নিয়ে যায় মাওবাদীরা। মঙ্গলবার বিকেলে বিজেপি বিধায়কের কনভয় কিরণ্ডুল এলাকায় ভোট প্ৰচার সেরে নকুলনার এলাকার দিকে ফিরছিল। ফেরার পথে নকুলনার থেকে ৪ কিলোমিটার আগে শ্যামগিরির কাছে মাওবাদীরা হামলা চালায়। পুলিশ সূত্ৰের খবর, নকুলনারের কাছে বিধায়কের গাড়ি আসতেই তীব্ৰ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই বিধায়ক ভিমা মান্ডভি সহ পাঁচ নিরাপত্তা কৰ্মীর মৃত্যু হয়। বিস্ফোরণস্থলে রাস্তার বেশ কিছু জায়গা জুড়ে তৈরি হয় বড়সড় গৰ্ত। তা থেকেই আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে অনুমান করা হয়।








কোন মন্তব্য নেই