Header Ads

নিৰ্বাচনী ইস্তাহার প্ৰকাশ করল বিজেপি


 নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ নিৰ্বাচনী ইস্তাহার প্ৰকাশ করল বিজেপি। অযোধ্যায় রাম মন্দির নিৰ্মাণের ক্ষেত্ৰে বিজেপির যে প্ৰতিশ্ৰতি লেখা হয়েছে। সংবিধানের মধ্যে থেকে রামমন্দির নিৰ্মাণে সব ধরনের চেষ্টা করা হবে ইস্তাহারে জানিয়েছে বিজেপি। ‘সংকল্প পত্ৰ’ নামে মোট ৫০ পাতার ইস্তাহার। অভিন্ন দেওয়ানি আইন ও নাগরিকত্ব আইনের কথাও রয়েছে বিজেপির ইস্তাহারে। রয়েছে ৭৫টি প্রতিশ্রুতি। সঙ্কল্প ভারত, সশক্ত ভারত — এটাই হচ্ছে বিজেপির ইস্তেহারের মূল সুর। সঙ্গে রয়েছে আগামি বছরেই কৃষকদের আয় দ্বিগুণ করা, গ্রামের জন্য খরচ হবে ২৫ লক্ষ কোটি টাকা। সবার জন্য ঘরের প্রতিশ্রুতি। দেশকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলা। সারা দেশজুড়ে ৬ কোটি লোকের মতামত নিয়ে ইস্তেহার তৈরি করেছে বলে বিজেপির দাবি। তা তৈরি হয়েছে বিশ্বাসযোগ্য করে তোলার লক্ষ্যেই। ইস্তেহার প্রকাশের মঞ্চে ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং, অরুণ জেটলি, সুষমা স্বরাজের মতো প্রথম সারির নেতানেত্রীরা। এবার বিজেপির মূল স্লোগান — ফির একবার, মোদি সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.