নির্বাচনী জনসভায় অংশ নিতে বুধবার বৈঠালাংশু ও হাফলং আসছেন মুখ্যমন্ত্রী
বিপ্লব দেব, হাফলংঃ নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামী ১০ এপ্রিল কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলায় আসছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। দ্বিতীয় পর্যায়ে ১৮ এপ্রিল শিলচর করিমগঞ্জ নগাওঁ মঙ্গলদৈ লোকসভা আসনের সঙ্গে কার্বি-আংলং পশ্চিম কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে একমাত্র ৩ নম্বর ডিফু জনজাতি সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে কংগ্রেসের দূর্গ হিসেবে পরিচিত ডিফু লোকসভা আসন এবার কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে বিজেপি দল অসমের অন্যতম তিনটি পাহাড়ি জেলায় প্রচার অভিযান তীব্রতর করে তুলছে। ডিফু লোকসভা আসনে বিজেপির অনুকূলে ভোট টানতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ভোটের প্রচারে আসলে ও কংগ্রেস প্রার্থী বীরেন সিং ইংতির হয়ে কোন স্টার ক্যাম্পেইনার ডিফু লোকসভা আসনে প্রচারে আসার কোনও সম্ভাবনা এখন পর্যন্ত নেই। আগামী ১০ এপ্রিল প্রথমে ডিফু লোকসভা আসনের বৈঠালাংশুতে মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থী হরেন সিং বে-র হয়ে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দুপুর ২ টা নাগাদ হাফলং টাউন কমিটির মাঠে দ্বিতীয় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন ডিমা হাসাও জেলা বিজেপি-র সভাপতি নিপোলাল হোজাই। এদিকে হাফলঙে মুখ্যমন্ত্রীর জনসভার জন্য গেরুয়া শিবিরের নেতা কর্মীরা রয়েছেন ব্যস্ত। আগামী ১০ এপ্রিল গুয়াহাটি থেকে হেলিকপ্টারে প্রথমে মুখ্যমন্ত্রী বৈঠালাংশুতে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তারপর হাফলং এসে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এদিন বিকেলেই মুখ্যমন্ত্রী গুয়াহাটি ফিরে যাবেন বলে ডিমা হাসাও জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে।








কোন মন্তব্য নেই