Header Ads

দেশে চৌকিদার চাই না, জননেতা চাই, জলপাইগুড়ির জনসভা থেকে মোদিকে তোপ মমতার




ছবি, সৌঃ ক্যালকাটা নিউজ
নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ সোমবার জলপাইগুড়ির নাগরাকাটার জনসভা করেন তৃণমূল নেত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে চৌকিদার ইস্যুতেই নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। বললেন-  ‘দেশে চৌকিদার চাই না, গান্ধিজি, আম্বেদকর, নেতাজির মতো নেতা চাই। যাঁরা সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে পারে৷’ সভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী৷ তুলে ধরেন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও প্রকল্পে খতিয়ান। তৃণমূল নেত্রীর কথায়, বছরভরই উত্তরবঙ্গে যাতায়াত করেন তিনি। কিন্তু মোদি আসেন শুধু নির্বাচনের সময়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.