Header Ads

রামনগরের অভূতপূর্ব জনসমর্থন মোদিকে জানান দিল বরাকের দৈবিক ভালোবাসার





  চার্বাক দেব, শিলচরঃ ভারতীয় জনতা পার্টির ষ্টার ক্যাম্পাইনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বরাকের দুটি লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের জন্য এক বিশাল জনসভায় ভাষণ দেন। অভূতপূর্ব জনসমাবেশ দেখে প্রধানমন্ত্রী বাকরুদ্ধ হয়ে যান কয়েক সেকেন্ডের জন্য। বরাকের দুটি আসনে বিজেপি প্রার্থীরা হলেন - রাজদীপ রায় শিলচরে ও কৃপানাথ মালা করিমগঞ্জ সংরক্ষিত আসনে।  বরুণ দেবতা আজ তুষ্ট থাকার দারুন মোদির জনসভা বৃষ্টির কোপে পড়েনি। মঙ্গলবার, কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর পাঁচগ্রাম জনসভা প্রতি ইন্দ্রদেবতা রুষ্ট ছিলেন। গান্ধীর জনসভায় প্রায় পঞ্চাশ হাজার লোক হয়েছিল বলে ধারণা। যদিও আয়োজন হয়েছিল প্রায় দেড় লাখ জনসমাগমের। মোদির বক্তব্যে উঠে এল এন.আর.সি, বেটী বাঁচাও, বেটী পঢ়াও, কৃষকদের উন্নয়ন ও চা শ্রমিকদের বিকাশের প্রতিশ্রুতির বার্তা। রাজদীপ  রায় ও কৃপানাথ মালাকে বিপুল ভোটে জয় যুক্ত করার আহ্বানও জানান তিনি উন্নয়নের স্বার্থে। ভারতের সার্বিক বিকাশ ত্বরান্বিত  করার জন্যই এবারের  ভোটের গুরুত্ব অপরিসীম,  বলেন মোদি। তিনি  নাগরিকত্ব বিল ইস্যুতে আগের স্থিতিতে অটল আছেন বলে সভাকে অভয় দেন। জনজাতীর উন্নয়ন, সড়ক ব্যবস্থা এবং বরাকে ইন্ডাষ্ট্ৰি স্থাপন নিয়েও কথা বলেন তিনি। এদিনের রামনগর সংলগ্ন বাইপাসে বিকেলের 'বিশাল সংকল্প দিবস' এর আয়োজক ছিল বিজেপির কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ সম্মিলিত জিলা কমিটি। আয়োজকদের আশানুরূপ অনুযায়ী প্রায় দুই লাখ লোকের সমাবেশ হয় সভায়। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য্য এবং বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যও সভায় উপস্হিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী সভার সঞ্চালন করেন স্হানীয় বিজেপি নেতা কণাদ পুরকায়স্থ।  "মোদিজির প্রতি বারাকবাসীর এদিনের জনসমর্থন এক কথায় অভূতপূর্ব," বলেন রাজদীপ রায়। মঞ্চে দলের বর্ষীয়ান নেতা কবীন্দ্র পুরাকায়স্থ, করিমগঞ্জের জনপ্রিয় মহিলা নেত্রী শিপ্রা গুন্ প্রমুখরাও ছিলেন। এদিন প্রথম চরণের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ হয় অসমের পাঁচটি কেন্দ্রে।  শিলচর ও করিমগঞ্জে ভোট হবে দ্বিতীয় পর্যায়ে আগামী সপ্তাহে। নির্বাচন সভা যদি জনসমর্থনের সূচক হয়ে থাকে তবে বরাকে অ্যাডভান্টেজ গৈরিক দল, মত রাজনৈতিক বিশ্লেষকদের। শুক্রবার শিলচরে কংগ্রেসের পালে ঝড় তুলতে আসছেন ষ্টার ক্যাম্পাইনার প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু।  আসছেন বিজেপির ষ্টার প্রচারক মহাভারত সিরিয়ালের দ্রৌপদী বলে খ্যাত রূপা গাঙ্গুলিও। বরাকে নির্বাচনী রণ দারুন জমে উঠেছে এবার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.