Header Ads

অসম খিলঞ্জিয়া জনসুরক্ষা কমিটির অভিযোগ খারিজ দিলীপ কুমারের






নয়া ঠাহর প্রতিবেদন,  শিলচরঃ শিলচর লোকসভা নির্বাচন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা থেকে মনোনয়ন প্রত্যাহার করায় দিলীপ কুমারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে শিলচর সদর থানায় মামলা দায়ের করল অসম খিলঞ্জিযা জনসুরক্ষা কমিটি। আর ২৪ ঘন্টার মধ্যে পাল্টা সাংবাদিক সম্মেলন করে দেশ বিরোধী শক্তির সঙ্গে অসম খিলঞ্জিয়া জনসুরক্ষা কমিটির যোগ রযেছ বলে অভিযোগ করলেন হিন্দীভাষী নেতা  দিলীপ কুমার।
 তাঁর আরও অভিযোগ, 'নির্বাচনে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করলেও আশানুরূপ সহযোগিতা পাওয়া যায়নি খিলঞ্জিযা মঞ্চের তরফ থেকে। তদুপরি,  আমাকে অন্ধকারে রেখে গোপনে বৈঠক করত মঞ্চের সদস্যরা। এক সুনিয়োজিত পরিকল্পনার অন্তর্গত রাষ্ট্রভাষা ও চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চকে সর্মথন করে অসম খিলঞ্জিয়া জনসুরক্ষা কমিটির এই অভিসন্ধি টের পেতে দেরী হয়নি।'
এদিকে বিজেপির তরফে যোগাযোগ করে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়। সে বৈঠকে বিজেপি সরকারের তরফ থেকে রাষ্ট্রভাষা ও চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চের দাবিদাওয়া পূরণের আশ্বাস পাওয়ার পর এই মনোনয়ন প্রত্যাহার করা হয়। কুমার বলেন, ভারতীয় সংবিধান মতে যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং মনোনয়ন প্রত্যাহার করতে পারেন।  সুতরাং,  তিনি কোনো বিশ্বাসঘাতকতা করেননি,  বরঞ্চ সমাজের স্বার্থেই এই পদক্ষেপ গ্রহণ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.