উমরাংশু বেড়াতে গিয়ে পানিমোর নদীতে সলিল সমাধি এক ছাত্রের
বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলার শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংশুর পানিমোরে বেড়াতে এসে সলিল সমাধি ঘটল বছর ১৯-এর যুবক বিকাশচন্দ্র রায়ের। ঘটনাটি রবিবারের।
ইন্ডিয়ান ইনস্টিটিইউট অব ট্যাকনলোজির ছাত্র বিকাশ রায় তার ১০ জন বন্ধুর সঙ্গে গতকাল পানিমোর নদীতে সাঁতার কেটতে নেমেছিল। নদী পার হতে গিয়েই জলে তলিয়ে যায় সে। সোমবার ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে মরিগাঁও ও হোজাই থেকে আসা এনডিআরএফ ও উমরাংশু দমকল বাহিনীর জওয়ানরা। জানা গেছে, কোকরাঝাড়ের সিংগ্রিইউ পাড়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্র রায়ের ছেলে বিকাশ চন্দ্র রায়।








কোন মন্তব্য নেই