পান্ণ্ডুতে বিনামূল্যে চোখ পরীক্ষা শিবির
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি: ওয়ার্ল্ড হেলথ দিবসের সাথে সংগতি রেখে পাণ্ডুর নন্দন স্পোর্টস অ্যান্ড সোশিও কালচার অর্গানাইজেশনের উদ্যোগে রবিবার চোখ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল।
পাণ্ডু রেস্টক্যাম্পে ক্লাবের পরিসরেই এই চোখ পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে আশপাশের এলাকার প্রায় ১৬৬ জন বিনামূল্যে নিজেদের চোখের পরীক্ষা করান। উল্লেখ্য, নন্দন স্পোর্টস অ্যান্ড সোশিও কালচার অর্গানাইজেশন আই হাসপাতাল এবং ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল ব্লাইন্ডনেস (এনপিসিবি) কামরূপ(ম)-এর যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়।
নন্দন স্পোর্টস অ্যান্ড সোশিও কালচার অর্গানাইজেশনের রজত জয়ন্তীবর্ষ উপলক্ষে এই শিবিরের আয়োজন করা হয়। সেখানে ১৬৬ জনের মধ্যে ৩৩ জনের
চোখে ক্যাটারেক্ট পাওয়া গেছে। যাদের অপারেশনের দরকার রয়েছে । এই সমস্ত রোগীদের গুয়াহাটির ছত্রীবাড়ির লায়ন্স আই হাসপাতালে
অপারেশন করানো হবে।
অপারেশন করানো হবে।










কোন মন্তব্য নেই