সোমবার মনোনয়ন পত্র পেশ করলেন ববিতা শর্মা, কুইন ওঝা, বদরুদ্দীন আজমল
লোকসভা নিৰ্বাচন ২০১৯
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ আগামী ২৩ এপ্রিল তৃতীয় পৰ্যায়ের নির্বাচনে সোমবার গুয়াহাটি নির্বাচন কেন্দ্রে মনোনয়ন পত্র দাখিল করেন কংগ্রেসের ববিতা শর্মা এবং বিজেপির কুইন ওঝা। কুইন ওঝার পক্ষ্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির কেন্দ্রীয় নেতা মহেন্দ্র সিং, রাম মাধব, বিজয়া চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে ববিতা শর্মার পক্ষে কোনও নেতা উপস্থিত ছিলেন না। কেবল ছিলেন দুই বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ ও নন্দিতা দাস। কংগ্রেস সভাপতি রিপুন বরা, বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া এমন কি প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকেও দেখা গেল না। কুইন ওঝার মনোনয়ন পত্র পেশের পর মুখ্যমন্ত্রী বলেন রাজ্যবাসী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আবার বিজেপিকেই ভোট দেবে। আবার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি বসলে অসমের সব সমস্যা সমাধান হয়ে যাবে। রাজ্যের উন্নয়ন এবং পরিবর্তন হবে। হিমন্ত বলেন তারা আত্ম বিশ্বাসী গুয়াহাটি আসন তারা পাবে। এদিন কংগ্রেসের মুখপাত্র বিভূতিভূষণ বড়ঠাকুর বিজেপিতে যোগ দেন। তখন হিমন্ত বলেন প্রথম দফার ৪টি কেন্দ্রের নির্বাচনে বিজেপি ডিব্রুগড়, তেজপুর, লখিমপুর, যোরহাট কেন্দ্রে ১০০ শতাংশ নিশ্চিত, তারা জিতবে কলিয়াবর কেন্দ্রে জেতার জন্যে চেষ্টা চালানো হচ্ছে। গুয়াহাটি কেন্দ্রে মনোনয়ন পত্র পেশ করে কংগ্রেসের ববিতা বলেন তাঁরা নাগরিকত্ব সংশোধনী বিল এবং বেকার সমস্যাকে প্রচারে ইস্যু করবে। এদিন গুয়াহাটি কেন্দ্রে দুই মহিলা প্রার্থী একে অপরকে শুভেচ্ছা জানান। ববিতা শর্মা কুইন ওঝাকে মা বলে সম্বোধন করেন। কুইন ওঝা ববিতাকে বোন বলে সম্বোধন করে রাজনীতিতে মূল্যবোধের এক উজ্জ্বল উদাহরণ তুলে ধরেন। ববিতা বলেন কুইন আমার মায়ের মতো দীর্ঘ বছরের পরিচিত। কুইনও বলেন ববিতা আমার ছোট বোনের মতো।
গুয়াহাটি কেন্দ্র থেকে এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোনয়ন পত্র পেশ করেন। এদিনই এআইইউডিএফ সভাপতি বদরুদ্দীন আজমল, তৃণমূল কংগ্রেসের নুরুল ইসলাম চৌধুরী, নির্দল প্রার্থী সেলিনা সুলতানা অপরদিকে নির্দল প্রার্থী অশ্রফ আলী মনোনয়ন পত্র পেশ করেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেল।









কোন মন্তব্য নেই