অভিনব নববর্ষ অভিবাদন নেতাজী ছাত্র যুব সংস্থার
নয়া ঠাহর প্রতিবেদন, কাটাখালঃ নেতাজী ছাত্র যুব সংস্থা বাংলার নববর্ষকে স্বাগত জানায় এক অভিনব পন্থায়। স্বামীজির উপদেশকে সামনে রেখে ' জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর' - কথাটির যথার্থতা গরীব দু:স্থদের মধ্যান্ন ভোজন মাধ্যমে বাস্থবায়িত করার প্রয়াস করে সংস্থাটি। সংস্থার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও শিলচর মেডিকেল এলাকা থেকে তারাপুরের ভাষা শহীদ রেলওয়ে ষ্টেশন অবধি প্রায় দু-শতাধিক দুস্থ ও অনাথের মতো পড়ে থাকা মানষিক রোগাগ্রস্থদের মধ্যান্ন ভোজনের সময় অন্ন, মিষ্টি ইত্যাদি পরিবেশন করেন সংস্থার কর্মকর্তারা। সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাসের সেবাপ্রবণতার ডাকে ব্যাপকভাবে সাড়া দিয়ে সামিল ছিলেন সংস্থার সকল কর্মকর্তারা। আগামীদিনের পরিকল্পনায় রয়েছে উপত্যকার আনাচ-কানাচে থাকা অনাথদের স্থায়ী থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারি ঊধর্তন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়ে প্রয়াস চালাবেন বলে জানান সংস্থার সম্পাদক দিলু দাস। সংস্থার পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে ছিলেন জয়দীপ চক্রবর্ত্তী, রাজদীপ দাস, পূজা দাস, যুব দর্পন নিউজের কর্মকর্তাদের মধ্যে ইন্দ্রানী সেনগুপ্ত, বাপ্পী আচার্য, সানি রায় সহ অনেকেই।
কোন মন্তব্য নেই