শিলচরের ঢাকাইয়া পট্টির বাসিন্দা সজল পাল(৩০) নিখোঁজ
সজল পাল(৩০)
বদরপুরঃ ভাগ্যের কি পরিহাস, এমন যেন কোনও শত্রুর সাথেও না হয়। এসব বললেন আশীষ পাল। শিলচর ঢাকাইয়া পট্টির বাসিন্দা সজল পাল(৩০) শনিবার সকাল থেকে নিখোঁজ। তারই বড় ভাই আশীষ। সজল নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের করনিক নিরঞ্জন পালের দ্বিতীয় পুত্র। কিছুদিন আগে অসুস্থ থাকা কালীন ভীষণ বমি হয়। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তাঁর ব্রেনের ভেতর কিছুটা অসঙ্গতি পাওয়া যায়। এরপর সুস্থ হয়ে উঠলেও অনেক সময় স্মৃতি শক্তি হারিয়ে ফেলত সজল। শনিবার সকালে স্ত্রী ঘুম থেকে উঠে সজলকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করেন। সজলের পরিবারের লোকেরা শিলচর শহরের প্রত্যেক অলি গলি, ইউনিভার্সিটি, মেডিকেল বিভিন্ন জায়গায় খবর নেন। কিন্তু তাকে না পেয়ে তার পরিবারের লোকেরা শনিবার বিকেলে এমর্মে থানায় একটি লিখিত এজাহার জমা দিয়েছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার হদিস পান তাহলে উল্লেখিত নম্বরে জানানোর জন্য বিনম্র অনুরোধ করা হল। যোগাযোগ নং হলঃ ৯৯৫৪১৬০৫৪৪, ৯১০১০৭২৫২৬, ৯৮৬৪০১২৪৩৮ ।
কোন মন্তব্য নেই