কুইন ওজার হয়ে নির্বাচনী প্রচার চলানেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা
নয়া ঠাহর, গুয়াহাটি : ২৩ এপ্রিল হবে তৃতীয় পর্যায়ের নির্বাচন ।এর জন্য হাতে মাত্র দুটো দিন রয়েছে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে ।তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার এখন তুঙ্গে উঠেছে। শনিবার ১৬ কিলোমিটার পথ নেচে গেয়ে রোড শো করলেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ।এই রোড শো সোনারাম স্কুলের ময়দান থেকে শুরু হয়ে ওদালবাকরায় গিয়ে শেষ হয়। অগপ ও বিজেপির শীর্ষ নেতারা ছাড়াও হাজার হাজার বিজেপি সমর্থক এই রোড শোতে যোগদান করে। শনিবার বিকেলে সোনারাম স্কুলের ময়দান থেকে শুরু হয় রোড শো ভরলমুখ স্টেট ব্যাংক হয়ে মাছখোয়া ফ্লাইওভার হয়ে এফ এ রোডের কুমারপারা পাঁচালী, ফাটাশীল বাজার হয়ে,আমবাড়ি তিনালি থেকে কালাপাহাড় সাইকেল ফ্যাক্টরি হয়ে, বেটেলিয়ান গেট, লালগণেশ তিনালি হয়েএ রোড শো শেষ হয় উদালবাকরা জাতীয় যুব পরিষদের ময়দানে একটি সভার শেষে।
উল্লেখ্য, তৃতীয় পর্যায়ের নির্বাচনের যুদ্ধ হবে চারটি সমষ্টিতে। কোকরাঝাড় ,বরপেটা,ধুবাড়ির সাথে গুয়াহাটি সমষ্টি প্রাথীর ভাগ্য নির্ণয় করবে ভোটারে। তৃতীয় পর্যায়ে নির্বাচনী প্রচার এখন আকর্ষণীয় হয়ে উঠেছে। রাজনীতিদের আক্রমণ প্রতিআক্রমণ ,হাসি-তামাশার যুদ্ধে ।নির্বাচন প্রচার চালাচ্ছেন হাইপ্রোফাইল নেতারা তথা রথী-মহারথীরা। গুহাটিতে রোড শোতে অংশগ্রহণ করে মন্ত্রী হিমন্ত বিশ্ব।শর্মা। ওদিকে বঙ্গাইগায়ের অভয়াপুরীতে নির্বাচনী প্রচার চালালেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
ওদিকে মিত্রজোটের অসমে ১৪টি আসনই লাভ করবে বিজেপি এই দাবী করেন বিধায়ক ডঃ নোমাল মমিন। অসমে বিজেপি একটিও আসন পাবে না বলে বলেন তিনি। পরবর্তী সময়ে কংগ্রেসের নতুন দল গঠন করতে হবে বলে দাবী করেন তিনি।
কোন মন্তব্য নেই