Header Ads

বদরপুর চৌমাথায় আজমলের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের জোরদার প্রচার


 নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুরঃ বদরপুর বাজার  চৌমাথায় এআইইডডিএফের  নির্বাচনী সভা হয়ে যায়। শুক্রবার রাতের সভায়  পৌরহিত্যে করেন প্রবীণ নাগরিক মইনুদ্দিন। মৌলানা বদরুদ্দিন আজমলের পার্টির  সভায় গৌহাটি হাইকোর্টের আইনজীবী আব্দুল রহিম তালুকদার এবং করিমগঞ্জ জেলার সহ সভাপতি আব্দুল আজিজ নিজেদের বক্তব্যে বিজেপির বিরুদ্ধে তোপ  দাগেন । গত পাঁচ বছরে কিছু করতে পারেননি প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির সরকার, তাদের দাবী । বরং, বেকারত্ব বেড়েছে। মোদির প্রতিশ্রুতি নিয়েও প্রশ্নচিহ্ন তোলা হয়। পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এম বাহারুল ইসলাম করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে জোরদার ভাষণ দেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.