Header Ads

উত্তর ত্রিপুরার পানিসাগরে বিজেপিতে গণ যোগদান


অনুপম পাল, বালিপিপলা : পানিসাগর বিধান সভা কেন্দ্রের  নরেন্দ্রনগর এলাকার ৪১ পরিবারের ১৫৫ জন সদস্য বিভিন্ন দলের সমর্থন ছেড়ে  বিজেপিতে যোগদান করেন। এ গণ যোগদান পর্ব হয় উওর ত্রিপুরার বিজেপি বিধায়ক বিনয় ভূষণ দাসের উপস্থিতিতে। সভায় প্রায় পাঁচশত দল সমর্থকরা উপস্হিত ছিলেন। বিধায়কের মতে সমস্ত দেশে গেরুয়া দলের প্রতি সমর্থন প্রতিদিন বেড়ে  চলেছে। এ গণ যোগদান তারই প্রতিফলন,  দাবি বিধায়কের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.