Header Ads

ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে কামাখ্যা গান্ধীধাম ট্রেনের সূচনা করলেন মুখ্য নির্বাচনী অফিসার মুকেশ শাহু

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অসমে মোট ২ কোটি ১৭ লক্ষ ৬০ হাজার ৬০৬ ভোটারের  জন্য ২৮  হাজার ১৪৩  টি   পোলিং স্টেশন থাকবে । প্রত্যেকটি পোলিং স্টেশনে  মাত্র একটি করে ভোটার ভেরিফায়েবল  পেপার অডিট ট্রেল  বা ভিভি প্যাট মেশিন থাকবে। এই মেশিনের মাধ্যমে ভোটাররা  ঠিক  জায়গায় ভোট দিয়েছে কিনা জানতে পারবেন । ভোটারদের সন্দেহ হলে ভিভিপ্যাট এর  স্লিপ গুলির সঙ্গে ইভিএমে পড়া ভোট গুলি   গণনা করা হবে। তবে  রাজ্যের  প্রত্যেকটি  লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি মাত্র বিধানসভা কেন্দ্রের পোলিং স্টেশনের ভিভিপ্যাট  গননা করা হবে । ১৪ টি লোকসভা কেন্দ্রের  একটি করে বিধানসভা কেন্দ্রের  ভিভিপ্যাট গণনা করা হবে সব নয়। বুধবার  মুখ্য নির্বাচন অফিসের এক অফিসার স্পষ্ট করে দিয়ে বলেন  প্রত্যেকটি  ভিভিপ্যাট গননা করা হবে না। দেশের বিরোধী দলগুলো দেশে ৫০ শতাংশের  বেশি ভিভিপ্যাট  গণনার দাবি জানিয়েছে। বিষয়টি এখন সুপ্রিমকোর্টের বিবেচনাধীন। এদিন জনতা ভবনে নির্বাচনী  অফিসার এই প্রতিবেদককে  আরও বলেন, রাজ্যে ইতিমধ্যে প্রায় ৪০ হাজার ভিভিপ্যাট মেশিন  হায়দ্রাবাদ থেকে   আনা  হয়েছে। তিনি জানান, ভোটার তালিকায় নাম থাকা যে কোনও ব্যাক্তি ভোট দিতে পারবেন  এন আর সি তে নাম না থাকলেও  ক্ষতি নেই।  তবে ডি ভোটাররা ভোট দিতে পারবেনা। জাতীয় নিরাপত্তা আইন এ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাও ভোট দিতে পারবেন বলে জানালেন ওই অফিসার। তিনি জানান ২২ টি নির্বাচন জেলার সব পর্যবেক্ষক চলে   এসেছেন। এদিন মুখ্য নির্বাচনী অফিসার মুখেশ শাহু  কামাখ্যা  গান্ধী ধাম এক্সপ্রেস নামে এক ট্রেনের সূচনা করেন। কামাখ্যা স্টেশনে সবুজ পতাকা দেখিয়ে  যাত্রা শুরু করেন। ভোট দানের অধিকার সাব্যস্ত করার লক্ষ্যে এই ট্রেন দেশজুড়ে ভোটারদের মধ্যে সচেতনতা গড়ে তুলবে। সেখানে নোডেল অফিসার পঙ্কজ চক্রবর্তী ও অন্যান্যরা  উপস্থিত  ছিলেন।       

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.