Header Ads

অসমে ভাই বোনেদের পাশে আছিঃ মমতা


ছবি, সৌঃনিউজ১৮.কম
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ পশ্চিমবঙ্গে বুধবার বঙ্গের মুখ্যমন্ত্রী  মমতা  বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র বাদানুবাদ হয়। প্রধানমন্ত্রী কলকাতা এবং শিলিগুড়ি ও  মমতা বন্দ্যোপাধ্যায়  উত্তরবঙ্গের দিনহাটায় বিশাল জনসভায় ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন দিদির রাজনীতির জমি  নড়ে গেছে । ২৩ মে  রাজ্যবাসী তৃণমূলের গুণ্ডারাজ থেকে মুক্ত হবে। প্রধানমন্ত্রী বলেন, ত্রিপুরায়  বাম  সরকারকে হটিয়ে  বিজেপি সরকার  আনা হয়েছে। পশ্চিমবঙ্গেও বিজেপি আসবে ।বিবেকানন্দের আদর্শে বিজেপি সরকার ক্ষমতাসীন হবে। ওদিকে মমতা প্রধানমন্ত্রীকে এক্সপায়ারী   প্রধানমন্ত্রী বলে  উপহাস করে বলেন রাজ্যে বিজেপি  ১টি আসনও পাবে না। অসমের প্রসঙ্গ তুলে বলেন, অসমের ডেপুটি  চিফ মিনিস্টার  সারদা কোম্পানির টাকা নিয়েছেন। সব  নথিপত্র তাদের কাছে আছে।এনআরসি প্রসঙ্গে মমতা বলেন, নাগরিকত্ব  সংশোধনীর নামে অসমে ২২ লক্ষ বাঙালি হিন্দু এবং ২৩ লক্ষ   বাঙালি মুসলিম, নেপালি প্রভৃতি জনগোষ্ঠীকে বিতরণের চক্রান্ত করা  হচ্ছে । এন আর সি তে  একই পরিবারের বাবার নাম আছে মায়ের নাম নেই। এভাবে পরিবারগুলো  ধংস করা  হচ্ছে। নাগরিকত্ব  সংশোধনী বিল সম্পর্কে বলেন, ইন্দিরা মুজিব সমঝোতা চুক্তি  অনুযায়ী ১৯৭১ পর্যন্ত আসা মানুষগুলোকে গ্রহণ করা হবে। এই বিল অনুযায়ী  ৭১ এর পর আসা মানুষ গুলোকে  ৬ বছর এদেশে থাকার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। অসমে ৫ জন  বাঙালিকে গুলি করে হত্যার ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, অসমের ভাই বোনেদের পাশে  তাঁরা আছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.