অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে ডিমা হাসাও জেলাপ্রশাসন সম্পূর্ণ প্রস্তুত
বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে জেলাপ্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। দ্বিতীয় পর্যায়ে আগামী ১৮ এপ্রিল ডিফু লোকসভা আসনের অন্তর্গত ডিমা হাসাও জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১১ এপ্রিল নির্বাচনের কাজে নিয়োজিত মাইক্রো অবর্জারভার সেক্টর অফিসার জোনাল অফিসার প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রক্রিয়া শেষ করা হবে। অন্যদিকে ডিমা হাসাও জেলার ২৪২ টি ভোটগ্রহন কেন্দ্রের ইভিএম ও ভিভিপেট মেশিন সাধারন পর্যবেক্ষক সুন্দরলাল শীল জেলা নির্বাচনী অফিসার অমিতাভ রাজখোয়া ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে স্ট্রং রুমে সিল করে রাখা হয়েছে। উল্লেখ্য, এবার ডিমা হাসাও জেলায় মোট ১ লক্ষ ৩৭ হাজার ৩১৭ ভোটার নিজেদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন আগামী ১৮ এপ্রিল। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৯ হাজার ৩৪২ এবং মহিলা ভোটারের সংখ্যা ৬৭ হাজার ৯৭৫ জন। এদিকে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করতে জেলাপ্রশাসন ও পুলিশপ্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।








কোন মন্তব্য নেই