রাত্রে পুলিশ টহলদারি না থাকায় শিলচর শহর সংলগ্ন গ্রামে চোরের উপদ্রব
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচরঃ রাত্রিতে পুলিশ টহলদারি না থাকার সুযোগ নিয়ে শিলচর শহর সংলগ্ন গ্রামে বাড়ছে চোরের উপদ্রব। গত রবিবার শিলচর শহর সংলগ্ন ফকিরটিলার অনন্ত কুর্মীর বাড়ীতে দুই দুইটি গ্রিলের তালা ভেঙে একটি বাইক নিয়ে যায় চোরের একটি দল। সূত্রে প্রকাশ চোরের দল তালা ভাঙতে রসাযনিক পদার্থের প্রযোগ করে। যার ফলে বাড়ীর লোকরা আঁচ করতে পারেনি চোরের আগমন। এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে শিলচর মেডিকল কলেজের নিকটস্থ ঘুংঘুর থানায়। কিন্তু এখন পর্যন্ত পুলিশের হাতে কোনো ও সফলতা আসেনি। এই চুরির ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।








কোন মন্তব্য নেই