Header Ads

নিৰ্বাচন আচরণবিধির মধ্যেই কাজিরাঙাতে ফের গণ্ডার হত্যা


প্রতীকী ছবি
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ আবার কাজিরাঙাতে গণ্ডার হত্যা। রাজ্যে নির্বাচনী আচরণবিধি চলছে। সর্বত্র লাখ লাখ টাকা ধরা পড়ছে কিন্তু কাজিরাঙ্গার গণ্ডার হত্যাকারীদের কিন্তু কেউ ধরতে পারছে না। কাজিরাঙাতেই গণ্ডার চোরাশিকারীরা লুকিয়ে আছে। বন বিভাগ দায়িত্ব অস্বীকার করতে পারবে না। কয়েকদিন আগে হত্যা করা এক গণ্ডারের মৃত দেহাবশেষ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। খড়গটি  কেটে নিয়েছে বন বিভাগের মদত পুষ্ট চোরাশিকারীরা বলে প্রকৃতি প্রেমীরা অভিযোগ করেছেন। কয়েকদিন আগেই একটি গণ্ডার হত্যা হয় কাজিরাঙাতেই।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.