Header Ads

৩ নম্বর স্বশাসিত ডিফু লোকসভা আসনে ভোটের হার ৭৭-৪৭ শতাংশ


প্ৰতীকী ছবি
বিপ্লব দেব, হাফলংঃ কার্বি-আংলং পশ্চিম কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে ৩ নম্বর স্বশাসিত ডিফু লোকসভা আসনে ভোটের হার ৭৭-৪৭ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে দ্বিতীয় পর্যায়ে ১৮ এপ্রিল ডিফু লোকসভা আসনে মোট ভোট পড়েছে ৭৭-৪৭ শতাংশ। সেই সঙ্গে ডিফু আসনের পাঁচ প্রার্থীর ভাগ্য এখন ইভিএমে বন্দি হয়ে স্ট্রং রুমে রয়েছে। আগামী ২৩ মে পাঁচ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এদিন জানা যাবে দিল্লির সংসদ ভবনে কে পা রাখছেন এবার ডিফু লোকসভা আসন থেকে। এদিকে বৃহস্পতিবার বিকেল ৫ টায় ডিফু লোকসভা আসনের অন্তর্গত হাফলং বিধানসভা আসনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর সরকারি সূত্রে জানানো হয় হাফলং বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৬৯-৫১ শতাংশ। এই ভোটের হার আরও বাড়তে পারে তবে শুক্রবার দুপুরের মধ্যে ডিমা হাসাও জেলার প্রত্যন্ত জিনামভ্যালির ভোটকর্মীরা হাফলং জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হওয়ার পর  নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে হাফলং বিধানসভা আসনে মোট ভোটের হার ৭৭-৭১ শতাংশ। অন্যদিকে, বোকাজান বিধানসভা কেন্দ্ৰে ভোটের হার ৭৯-৩৭ শতাংশ। হাওরাঘাট বিধানসভা কেন্দ্ৰে ভোটের হার ৭৮-৪৬ শতাংশ। ডিফুতে ভোটের হার ৭৪-৭৭ শতাংশ এবং বৈঠালাংশু কেন্দ্ৰে ভোটের হার ৭৭-৮৯ শতাংশ। ৩ নম্বর স্বশাসিত ডিফু লোকসভা আসনের অন্তর্গত পাঁচটি বিধানসভা আসনের মধ্যে বোকাজান কেন্দ্ৰে ভোটের হার সর্বাধিক। এদিকে হাফলং বিধানসভা কেন্দ্ৰের ২৪২ টি ভোটগ্রহণ কেন্দ্রের বেশীর ভাগ ভোটকর্মী বৃহস্পতিবার রাতের মধ্যেই হাফলং ফিরে আসেন তবে প্রত্যন্ত জিনামভ্যালির ৮ টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা শুক্রবার দুপুরে হাফলং এসে উপস্থিত হন। এদিকে হাফলং বিধানসভা কেন্দ্ৰের ২৪২ টি ইভিএম কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে জেলাশাসকের কার্যালয়ে স্ট্রং রুমে রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.