নয়া ঠাহর প্রতিবেদন, করিমগঞ্জঃ পুনরায় চারটে ভোট কেন্দ্রের ভোট নিরাপদে হয়ে গেল বুধবার। ভোট পরল ৬৬ শতাংশ। ভোটের পর ভোটের বাক্স যতারীতি স্ট্রং রুমে সুরক্ষিত রাখা হয় কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ।
কোন মন্তব্য নেই