Header Ads

মমতা ব্যানার্জি আমাকে কুর্তা পাঠাতেন : প্রধানমন্ত্রী

নতুন দিল্লী: বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার বুধবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতকার নেন । এই সাক্ষাতকারে অনেক অরাজনৈতিক বিষয়ে প্রধান মন্ত্রীর সাথে অক্ষয় কুমারের কথাবার্তা হয় । সাক্ষাৎকারে অক্ষয় কুমার প্রধানমন্ত্রীর জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত অনেক প্রশ্ন করেন। প্রতিটি প্রশ্নের  উত্তর প্রধানমন্ত্রী খুব রোচক ভঙ্গিতে দিয়েছেন।
সাক্ষাৎকারের সময় অক্ষয় কুমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করলে এর উত্তরে প্রধান মন্ত্রী বলেন, মমতা দিদি আজও আমার জন্য একটা বা দুটা কুর্তা পাঠান। এর সাথে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাকে ঢাকা থেকে মিষ্টি পাঠান ।মমতা দিদি যখন এ কথা জানতে পারেন তখন তিনিও আমার জন্য বছরে একবার বা দুইবার বাংলার মিষ্টি পাঠান।
উল্লেখ্য, রাজনৈতিক ক্ষেত্রে দুই  প্রতিপক্ষ বিজেপি ও তৃণমূল।রাজ্যে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। বলেছেন, সিপিআইএম থেকেও খারাপ কাজ করছে দিদি। বাংলায় খুনের রাজনীতি চলছে। গণতন্ত্রে হিংসার কোনো জায়গা নেই। ঠিক তেমনিই  মমতাও তাঁকে আক্রমণ করেছেন। এমনই রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী  অকপটে বললেন মমতার সঙ্গে তাঁর মিত্রতার কথা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.