Header Ads

বিএসএনএল পরিষেবা হঠাৎ থমকে গেল



 নয়া ঠাহর প্রতিবেদন, শিলচরঃ বিপর্যস্ত ইন্টারনেট সেবায়  বুধবার  বিকেলে শিলচর সহ  অন্যান্য  পার্শবর্তী এলাকায় মোবাইল সেবা বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার সকালে  বিএসএনএলের সেবা আবার  পাওয়া গেল। অভিযোগকারিদের মতে এ অঞ্চলে  4G নেটওয়ার্কের  যুগে ইন্টারনেট সেবা এখনো দূর্বল। বরাকে বিএসএনএলের উন্নত সেবা প্রদানের উপর  বিশেষ  গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেন অভিযোগকারিরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.