ত্রিপুরার রাজকুমারের কংগ্রেসী দৃষ্টি উপজাতি সংরক্ষিত আসনে
নয়া ঠাহর প্রতিবেদন, বালিপিপলাঃ পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনটি আসন্ন লোকসভা নির্বাচনে সিপিএম থেকে ছিনিয়ে নিতে চাইছে ত্রিপুরার রাজকুমার প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের নেতৃত্বাধীন কংগ্রেস। নেই পিছিয়ে শাসক দল বিজেপিও। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন কয়েকদিন আগে বিজেপি প্রার্থী রেবতী মোহন ত্রিপুরার হয়ে জোরদার প্রচার অভিযান চালিয়েছেন।
সিপিএমের জিতেন চৌধুরী এ কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন বিগত লোকসভায়। এবারেও দলীয় প্রার্থী চৌধুরী। সম্প্রতি, কংগ্রেসের এক উৎসাহজনক নির্বাচনী সভা দামছড়ার নিউ মটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুরেন্দ্র রিয়াং। প্রধান বক্তা ছিলেন রাজ্য কংগ্রেস সভাপতি। কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেব বর্মন নিজের বক্তব্যে বলেন তাকে সংসদে পাঠালে ভোটারদের সমস্যার কথা দিল্লিতে সক্ষমভাবে তুলে ধরতে সর্বদা সচেষ্ট থাকবেন। সভার প্রধান বক্তা প্রদেশ কংগ্রেস সভাপতি নিজের বক্তব্য দেন মিশ্রিত ভাষায়। প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ত্রিপুরার রাজপরিবারের সদস্য। তার ত্রিপুরারী, বাংলা, হিন্দী ও ইংরেজি ভাষার মিশ্রিত ভাষণ সভায় উপস্হিতদের আকৃষ্ট করার ইঙ্গিত পরিলক্ষিত হয় জোরদার করতালিতে। রাজকুমার উপজাতীয় ভোটারদের কতটুকু প্রভাবিত করতে পারলেন, নির্বাচনের ফলাফলই আগামীতে বলবে। এখন শুধু সময়ের অপেক্ষায় কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দল।










কোন মন্তব্য নেই