Header Ads

আমাদের সকলেরই স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকার আছে



আশীষ কুমার  দে

বিশ্ব স্বাস্থ্য দিবসের মাধ্যমে, বিশ্বের নেতৃত্বদের স্মরণ করিয়ে দেওয়া হয়, যে সকলের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকার আছে। কেন ইউনিভার্সাল হেল্থ কভারেজ (UHC), বা সার্বজনীন  স্বাস্থ্য আবরণ বা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা? ইউনিভার্সাল হেল্থ কভারেজ, অৰ্থাৎ প্রয়োজনে প্রত্যেকটি মানুষের বিনা বাধায় উপযুক্ত ও উৎকৃষ্ট মানের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকার আছে। আমরা বিশ্বাস করি, এটা সম্ভব এবং এটি শুরু হয় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা থেকে। প্রাথমিক বা বুনিয়াদি স্বাস্থ্য পরিষেবা একটি সম্পূর্ণ-সামাজিক পথ, যা প্রতিটি মানুষের   প্রয়োজন এবং প্রাথমিকতা কেন্দ্রিক, পরিবার ও সম্প্রদায়ের সর্বাঙ্গীণ স্বাস্থ্য ও স্বাচ্ছন্দের সহায়ক। সবার জন্য স্বাস্থ্য পরিষেবাকে বাস্তবায়িত করতে, সরকারের প্রয়োজন উৎকৃষ্ট, সহজলভ্য  প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় অৰ্থ বরাদ্দ করা। স্বাস্থ্য কর্মীদের প্রয়োজন রোগীদের জন্য দরবার করা এবং তাদের সঠিকভাবে স্বাস্থ্য শিক্ষা দেওয়া। কিভাবে সহজে স্বাস্থ্য পরিষেবা মিলবে তার উপায় বাতলে দেওয়া। প্রতিটি মানুষকে নিজের স্বাস্থ্যের যত্নের দায়িত্ব নিতে হবে। স্বাস্থ্য হচ্ছে মানবাধিকার, সবাই মিলে সকলের জন্য স্বাস্থ্য পরিষেবাকে সহজলভ্য করার চেষ্টা করতে হবে। এ ব্যপারে বেশ কয়েকটি দিকের ওপর সকলের নজর রাখতে হবে। তা হল-- সার্বজনীন স্বাস্থ্য কভারেজকে সঠিকভাবে বোঝা ও প্রাথমিক স্বাস্থ্যের বুনিয়াদ তৈরি করা। সার্বজনীন স্বাস্থ্য কভারেজ (UHC)কে বাস্তবায়িত করতে প্রত্যেক ব্যক্তি, নীতি নির্ধারক এবং স্বাস্থ্য কর্মীদের আরও বেশী সচেতন করতে হবে। অসুরক্ষিত এবং নিম্নমানের স্বাস্থ্য বিশ্বে অগণিত মানুষের জীবন ধ্বংস করে ফলে এগারো ট্রিলিয়ন ডলার নষ্ট হচ্ছে। আমাদের সচেষ্ট হতে হবে যাতে বিশ্বের প্রতিটি মানুষের কাছে উৎকৃষ্ট মানের এবং সুরক্ষিত স্বাস্থ্য পরিষেবা পৌঁছয়, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা তথা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্ৰে প্ৰাথমিক পৰ্যায়ের যোগাযোগের মাধ্যম উন্নত করতে হবে। চিকিৎসা পরিষেবা কেন্দ্ৰগুলি আরও বেশি মানুষের কর্মস্থল ও বাসস্থানের  কাছাকাছি করতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.