Header Ads

শিলঙের নংগ্রাহ্ এলাকায় আগুনে মৃত ৩

 ননী গোপাল ঘোষ , শিলং- শিলঙের নংগ্রাহ্ এলাকায় শনিবার ভোর সাড়ে ৩ টে নাগাদ  অগ্নিদগ্ধ হয়ে তিন যুবকের মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছেন একজন ।  মৃতদের নাম ক্ৰমে  আর খুরভা, পি লিংডো, ডব্লু ওয়ারজ্রি। আহত  হয়েছেন ডব্লু, খিরয়েম। পুলিশ সুপার স্টিভ রিনজা জানিয়েছেন যারা মারা গেছেন তারা একটি গ্যারেজে ঘুমোচ্ছিলেন রূম হিটার জ্বালিয়ে। প্ৰাথমিকভাবে পুলিশের সন্দেহ, হিটার থেকে আগুন লেগেই তাঁদের মৃত্যু হয়েছে। পুলিশি তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.