Header Ads

বিজেপিকে হারাতে দ্বিতীয় দফা ভোটের আগে ধৰ্মীয় কাৰ্ড এআইইউডিএফ-এর

 নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ  লোকসভা নির্বাচনকে ঘিরে শাসকদল এবং বিরোধীপক্ষের মধ্যে একে অপরকে তোপ দাগার পর্ব জারি রয়েছে৷ শনিবার বঙাইগাঁওয়ে নিৰ্বাচনী প্ৰচার চালানোর সময় ফের একবার বিজেপি সুপ্ৰিমো নরেন্দ্ৰ মোদিকে একহাত নিলেন এআইইউডিএফ সুপ্ৰিমো বদরুদ্দিন আজমল। বলা যায় লোকসভা নিৰ্বাচনে বিজেপিকে হারাতে পুরোপুরি ধৰ্মীয় রাজনীতিতে নেমে পড়েছেন এআইইউডিএফ সুপ্ৰিমো বদরুদ্দিন আজমল। তিনি বলেন- বিজেপি ফের একবার ক্ষমতায় এলে সংবিধান সংশোধন করে ভারতকে হিন্দু রাষ্ট্ৰ বানাবে। ধৰ্ম পরিবৰ্তন করিয়ে কোটি কোটি মুসলমানকে হিন্দু বানাবে। তিনি আরও বলেন- দেশে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্ৰদায়ের মানুষই চাইছেন প্ৰধানমন্ত্ৰী পরিবৰ্তন হোক। মোদিকে বাংলাদেশে পাঠানো উচিত, সেখানেই তিনি প্ৰধানমন্ত্ৰী হতে পারবেন, ভারতে নয়। প্ৰসঙ্গত, প্ৰথম দফার ভোটে একমাত্ৰ কলিয়াবর ছাড়া আর কোথাও তেমন ভূমিকা ছিল না এআইইউডিএফ-এর। তবে দ্বিতীয় দফার ভোটে বরপেটা, ধুবড়ি, করিমগঞ্জে প্ৰাৰ্থী দিয়েছে এআইইউডিএফ। তাই বরাক সহ নিম্ন অসমে জোর প্ৰাচার চালাচ্ছেন দলের সদস্যরা। শুক্ৰবার রাতেও বদরপুর বাজারে এআইইউডিএফ পাৰ্টির নিৰ্বাচনী সভা হয়ে যায়। অন্যদিকে, কোকরাঝার কেন্দ্ৰে মুসলিম ভোট পেতে আজমলের দল সহায়ক হতে পারে এই ভেবে ইউপিপিএল পাৰ্টি এআইইউডিএফ-এর সঙ্গে একজোট হয়েছে। ইউপিপিএল নেতা ইউ জি ব্ৰহ্ম ধুবড়ি এবং বরপেটা কেন্দ্ৰে বোড়োদের ভোট পেতে এআইইউডিএফ-এর সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। কোকরাঝারে ইউজি ব্ৰহ্মের বিপরীতে বিরোধী প্ৰতিপক্ষ রয়েছেন বিজেপির শরিক দল বিপিএফ-এর প্ৰাৰ্থী প্ৰমিলা রানী ব্ৰহ্ম। ওই কেন্দ্ৰে ভোট হবে ২৩ এপ্ৰিল, মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৬৫ হাজার ৪২৩। ওই কেন্দ্ৰে বোড়ো ভোটার রয়েছে মাত্ৰ ৪ লক্ষ, অবোড়োদের মধ্যে রয়েছে মুসলিম, বাঙালি, আদিবাসী, কোচরাজবংশী এবং বাকি সব অসমিয়া ভোটার।    

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.