Header Ads

রবিবার থেকে জরুরিকালীন ভিত্তিতে জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশে সংস্কারের কাজ শুরু হচ্ছে


 বিপ্লব দেব, শিলচর-হাফলং- ১৫৪ নম্বর জাতীয় সড়ক (সম্প্রসারণ)-য়ের এএস ২১ প্যাকেজের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশ জরুরিকালীন ভিত্তিতে রবিবার থেকে সংস্কারে হাত দেবেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। শনিবার ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া ও এন সি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সঙ্গে জেলাশাসকের চেম্বারে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই)-র গুয়াহাটি আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার অলোক ভর্মা নাহাইর প্রকল্প সঞ্চালক কার্গে কাকমির সঙ্গে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ম্যানেজার অলোক ভার্মা বলেন- রবিবার থেকেই জরুরি কালীন ভিত্তিতে শিলচর-হাফলং ১৫৪ নম্বর জাতীয় সড়ক (সম্প্রসারণ)-য়ের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশে সংস্কারের কাজ শুরু করা হবে। এরজন্য নাহাই ৪ কোটি টাকা বরাদ্দ করবে যাতে বর্ষার মরশুমে এই রাস্তা সচল রাখা যায়। উল্লেখ্য, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর নাহাই-র তৎকালীন সিজিএম রাজ চক্রবর্তী জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশ পরিদর্শন করে জানিয়েছিলেন জাতীয় সড়কের ওই অংশ সংস্কারের জন্য ২৪ কোটি টাকা বারাদ্দ করা হয়েছে। কিন্তু তারপরও রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি। শনিবার নাহাই-র আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার অলোক ভার্মা জানিয়েছেন- জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশের সড়ক সংস্কারের জন্য দুটি পর্যায়ে ৪৯ কোটি ও ২০ কোটি টাকা বরাদ্দ করার জন্য নাহাইর দিল্লি কার্যালয়ে পাঠানো হয়েছে।  কিন্তু এখন পর্যন্ত এতে অনুমোদন জানায় নি নাহাই-র দিল্লির হেড অফিস। তবে ১৫৪ নম্বর জাতীয় সড়ক (সম্প্রসারণ)-য়ের এএস ২২ প্যাকেজের মাইবাং থেকে জাটিঙ্গা অংশের সংস্কারের জন্য ২৪ কোটি টাকা বরাদ্দ করেছে নাহাইর দিল্লির কার্যালয়, তবে নির্বাচন আচরন বিধির জন্য ওই অংশের সড়ক সংস্কারের কাজের জন্য টেন্ডার ডাকার কাজ বন্ধ রাখতে হয়েছে বলে অলোক ভর্মা জানান। তবে জেলাশাসক অমিতাভ রাজখোয়া নাহাই কর্তৃপক্ষকে বলেন- এনিয়ে তিনি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবেন যাতে শীঘ্রই মাইবাং থেকে জাটিঙ্গা পর্যন্ত অংশের সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা সম্ভব হয়। এদিকে বৈঠকে নাহাই কর্তৃপক্ষ জেলাশাসককে জানান- ভবিষ্যতে এই জাতীয় সড়কের বেহাল দশার দরুন যদি কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে এর জন্য দায়ি থাকবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই)।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.